রংপুরে গরীব-দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো সেনাবাহিনী

রংপুরে করোনায় কর্মহীন অসহায় গরীব-দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক বিগ্রেডের ৩৪ বেঙ্গল মেকানাইজের ব্যবস্থাপনায় রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ভূমি অফিস মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের বিগ্রেডিয়ার জেনারেল অং সাং মং জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে দুঃস্থ মানুষের পাশে থাকবে সেনাবাহিনী। এই সহযোগিতা অব্যাহত রাখা হবে। ২০০ জন দুঃস্থ মানুষের প্রত্যেককেই চাল ৫ কেজি, আটা ২ কেজি, ডাল ১ কেজি, হাফ লিটার সয়াবিন তেল, হাফ কেজি লবণ, এক প্যাকেট সেমাই ও ১ প্যাকেট টোস্ট বিস্কুট দেয়া হয়।

এ সময় রংপুর সেনানিবাসের বিগ্রেডিয়ার জেনারেল অং সাং মং, লেফটেন্যান্ট কর্নেল হাফিজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।