রাজধানীতে নেই গণপরিবহন: ব্যক্তিগত গাড়ির দাপট

আজ সোমবার (৫ এপ্রিল) সারাদেশে ৭ দিনের লকডাউন শুরু হয়েছে। এদিকে লকডাউনে নিষেধাজ্ঞার কারণে যাত্রীবাহী বাস বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়ি, রিকশা, সিএনজি অটোরকশা, মোটরসাইকেল সবই চলছে। মানুষও রাস্তায় বের হয়েছে। ফলে রাজধানীর কোনো কোনো জায়গায় স্বাভাবিক সময়ের মতোই ট্র্যাফিক সামাল দিতে হচ্ছে পুলিশ সদস্যদের।

আজ সোমবার (৫ এপ্রিল) সকালে রাজধানীর মিরপুর, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, শাহবাগ, মগবাজার, মালিবাগ, রামপুরা সরেজমিনে ঘুরে দেখা যায়, রাস্তায় যাত্রীবাহী বাস নেই। তবে ব্যক্তিগত গাড়ি, রিকশা, সিএনজি ও মোটরসাইকেলের বেশ চাপ রয়েছে।

মিরপুরের কাজীপাড়ায় দেখা যায়, গাড়ির কোনও চাপ নেই। রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি রয়েছে শুধু। সেখানে অনেকেই অফিসে আসার জন্য গাড়ির অপেক্ষায় রয়েছেন। কেউ কেউ ভাড়া ভাগাভাগি করে সিএনজি ও রিকশায় অফিসে দিকে যেতে দেখা যায়।