রিকশা পেইন্টারকে শ্রদ্ধা জানালেন চঞ্চল চৌধুরী

একসময় রাজধানীর অনেক রিকশায় পেইন্টিং অহরহ চোখে পড়ত। সেসব পেইন্টিংয়ের অধিকাংশই ছিল বাংলা সিনেমার অংশবিশেষ। নিজের ফেসবুকে এমনই একটি পেইন্টিং শেয়ার করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

তাতে মাস্ক পরা চঞ্চলের একটি লুক দেখা গেছে। যেটি ‘আয়নাবাজি’ সিনেমায় নিয়েছিলেন তিনি। পাশে লেখা, মাস্ক না পরলে করোনার ভেলকি লাগবে। বোঝো নাই ব্যাপারটা?

ছবির ক্যাপশনে চঞ্চল চৌধুরী লেখেন, হয়তো কোনো একজন রিকশা পেইন্টার, মানুষের মধ্যে করোনা সচেতনতা বাড়ানোর জন্য, ‘আয়নাবাজি’র আয়না’র ছবি এঁকে, জনপ্রিয় এই ডায়লগটা ব্যবহার করেছেন। তার এই সামাজিক দায়িত্বশীল আচরণকে আমি শ্রদ্ধা জানাই।

চঞ্চল চৌধুরী আরও লেখেন, বাকি দায়িত্বটা আমাদের। আসুন আমরা সবাই করোনা সচেতন হই। এই মহামারি থেকে বাঁচার পথ একটাই। স্বাস্থ্যবিধি মেনে চলা নিজে সুরক্ষিত থাকুন, পাশের মানুষটিকে সুরক্ষিত রাখুন।

চঞ্চল চৌধুরীর শেয়ার করা পোস্টে ইতিবাচক মন্তব্য করেছেন অনেকে। পাশাপাশি এ উদ্যোগের প্রশংসা করেছেন নেটিজেনরা। এ ছাড়া পেইন্টিং দেখে ‘আয়নাবাজি’ সিনেমার স্মৃতিচারণও করেছেন অনেকে।