রোজা রেখেই করোনা রোগীদের সেবায় মুসলিম নার্স

অন্তঃস্বত্ত্বা অবস্থায় রোজা রেখে করোনা আক্রান্ত রোগীদের সেবা করে খবরের শিরোনাম হলেন ভারতের গুজরাটের সুরাতের কোভিড কেয়ার ইউনিটের নার্স ন্যান্সি আয়েজা মিস্ত্রি।

সুরাতের অটল কোভিড কেয়ার ইউনিটে কর্মরত আয়েজা। অন্তঃস্বত্ত্বা অবস্থায় রোজা রেখে দুর্বল হয়ে পড়লেও তার চেহারায় কোনো ক্লান্তির ছাপ বোঝা যায় না।

আয়েজা জানান, ‘‌আমার গর্ভে সন্তান রয়েছে। কিন্তু আমার কাছে দায়িত্বও গুরুত্বপূর্ণ। আল্লাহর রহমতে পবিত্র রমজান মাসে আমি রোগীদের সেবায় নিজেকে নিয়োজিত করতে পেরেছি। এটা আমার কাছে বড় পাওনা।’‌

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আয়েজা চার মাসের অন্তঃস্বত্ত্বা। তা সত্বেও নিজের কর্তব্য থেকে এক চুল টলেননি তিনি। এই রমজানে রোজা রেখে করোনাভাইরাসে আক্রান্তদের সঙ্গে কাজ করে চলেছেন তিনি।