লকডাউনের দ্বিতীয় দিনে গণপরিবহন ছাড়া চলছে সবই: ভোগান্তি চরমে

গণপরিবহন বন্ধ থাকায় রাস্তায় চলছে রিকশা, সিএনজি চালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি। কোথাও কোথাও হালকা ট্রাফিক যানজটও দেখা গেছে। অফিসগামী সাধারণ মানুষ পড়েছ চরম বিপাকে।

রাস্তায় লোকাল বাস না থাকায় রিকশা ও সিএনজি ওয়ালারা ভাড়া চাচ্ছেন দ্বিগুন। এছাড়া নিজের মনমত জায়গা ছাড়া যেতে চাচ্ছেন না রিকশা ও সিএনজি চালকরা। ফলে অনেক পায়ে হেঁটে অফিসে যেতে দেখা গেছে অনেককে। অনেকে আবার বাধ্য হয়ে দ্বিগুণ ভাড়া দিয়েই যাচ্ছেন রিকশা ও সিএনজিতে।

উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে। বন্ধ থাকবে দোকানপাট, শপিংমল। কেবল ওষুধ ও খাবারের দোকান খোলা থাকবে। রোববার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।