লকডাউনে দোকান খুলে দেওয়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ

দিন দিন করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। করোনা সংক্রমণ রোধে সারাদেশে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। এর পরিপ্রেক্ষিতে, সাধারণ ব্যবসায়ীরা লকডাউনে দোকান খুলে দেওয়ার দাবিতে দেশের বিভিন্ন জায়গার মতো রাজধানীতেও বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) রাজধানীর পুরান ঢাকায় এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকল প্রকার দোকান খুলে দেওয়ার দাবি জানান তারা।

এদিকে, করোনা নিষেধাজ্ঞার মধ্যেও মার্কেট খুলতে দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বলেন, গত বছরের লকডাউনে তাঁরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন। একারণে এবারের করোনা নিষেধাজ্ঞা তাঁরা মানতে পারছেন না। প্রধানমন্ত্রীর কাছে তাঁদের আবেদন স্বাস্থ্যবিধি মেনে যেন দোকান খুলে দেওয়া হয়। তাদের দাবি না মানলে সামনে কঠোর আন্দোলনে যাবেন বলেও জানান তাঁরা।

এর আগে সোমবার ও রবিবার লকডাউন প্রত্যাহার ও দোকান খোলা রাখার দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছিল নিউমার্কেটের ব্যবসায়ীরা।