লকডাউন কার্যকরে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করোনা সংক্রমণ রোধে সারাদেশে আগামী ১৪ এপ্রিল থেকে জারিকৃত সর্বাত্মক লকডাউন কার্যকরে মাঠে থাকবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

আজ সোমবার (১২ এপ্রিল) সারাদেশে সর্বাত্মক লকডাউন জারি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রজ্ঞাপনে দেওয়া বিধিনিষেধগুলো যাতে সবাই যথাযথভাবে পালন করে সেজন্য মাঠ প্রশাসনকে বিশেষ করে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা বাস্তাবায়ন নিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, সারাদেশে জেলা ও মাঠ প্রশাসন উল্লেখিত নির্দেশনা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নেবে ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল জোরদার করবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। তবে টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে।