লঙ্কানদের বিপক্ষে সাকিবের বিকল্প হতে পারেন মিরাজ

সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে না থাকায় স্পিন অলরাউন্ডার মিরাজের ওপর থাকবে বাড়তি দায়িত্ব। বোলিংয়ে সব সময় অবদান রেখেছেন মিরাজ। সবশেষ টেস্ট সিরিজে সেঞ্চুরি পেয়েছেন তিনি। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মেহেদী হাসান মিরাজ।

ধূমকেতুর মতো আগমন কিংবা রাজকীয় আবির্ভাব। টেস্ট ক্রিকেটে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের অভিষেকটা বলা যায় এমনই। অবশ্য অলরাউন্ডার মিরাজ নয়, বোলার হিসেবেই বেশি খ্যাতি পেয়েছেন ডানহাতি বোলার।

শ্রীলঙ্কার বিপক্ষে মিরাজের বোলিং ক্যারিয়ারটা আশা জাগাবে। চার ম্যাচে ১৫টি উইকেট আছে এই স্পিনারের। যেখানে ১০টি উইকেটই এসেছে লঙ্কা ভূমিতে। তাছাড়া ব্যাট হাতেও দ্বীপ দেশটিতে একটি ফিফটি রয়েছে মিরাজের। তাই তার ওপর দলের প্রত্যাশা একটু বেশি থাকবে এই সিরিজে।