শিশুবক্তা রফিকুল আটক: লড়াইয়ের হুমকি হেফাজতের

রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্যের কারণে শিশুবক্তা খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে র‍্যাব। শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীকে মুক্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম।

আজ বুধবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ দাবি জানান।

বিবৃতিতে মাওলানা আজিজুল হক বলেন, অবিলম্বে মাওলানা রফিকুল ইসলামকে মুক্তি দিন। অন্যথায় এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও আলেম-ওলামার ইজ্জত রক্ষা এবং মসজিদ-মাদরাসা হেফাজতে দল-মত নির্বিশেষে লড়াই করতে আপামর জনগণ সর্বদা প্রস্তুত আছে। কোনো অপশক্তির গুম-খুন বা হুমকি-ধমকিকে নায়েবে রাসূল ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা পরোয়া করে না।

আজিজুল হক আরও বলেন, গতরাতে নেত্রকোণা জেলার নিজ বাড়ি থেকে বাংলাদেশের একজন সুপরিচিত তরুণবক্তা মাওলানা রফিকুল ইসলামকে র‌্যাব পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।