শিশু বক্তা রফিকুলের নামে আরও একটি মামলা

ডিজিটাল নিরাপত্তা আইনে ‘শিশু বক্তা’ খ্যাত রফিকুল ইসলাম মাদানির (২৭) নামে আরও একটি মামলা হয়েছে।

আজ রবিবার (১১ এপ্রিল) সকালে গাজীপুরের বাসন থানায় মো. মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে কিছু বিপদগামী ধর্মীয় লেবাসধারী লোক দেশের শান্তি ও সমৃদ্ধি বিনষ্ট করার লক্ষ্যে বদ্ধপরিকর। রফিকুল ইসলাম গাজীপুর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের নলজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ‘মারকাজুল নূর আল ইসলামিয়া মাদরাসায়’ বসে দেশদ্রোহী ও নাশকতার কার্যকলাপ চালায়। একই সঙ্গে নাশকতা কর্মকাণ্ডের পরিকল্পনা করে।

গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে বাসন থানায় ডিজিটাল আইনে রোববার একটি মামলা দায়ের করা হয়েছে। রফিকুলের নামে মামলাটি দায়ের করেন মো. মোস্তাফিজুর রহমান।

ওয়াজ মাহফিলের নামে কিছু বক্তা ধর্মীয় বক্তব্যের আড়ালে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদান করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে শিশু বক্তা রফিকুল ইসলাম।