সাকিব ভাইয়ের পাশে থাকা সবসময়ই আনন্দের: মোস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। মাঠে সাকিবের সাথে লড়াইয়ে দেখা না মিললেও, খেলা শেষে ঠিকই প্রিয় বড় ভাইয়ের কাছে ছুটে গেছেন মোস্তাফিজ।

শনিবার রাতে মুখোমুখি হয়েছে রাজস্থান ও কলকাতা। ম্যাচের আগে বাংলাদেশি সমর্থকদের মনে যে উচ্ছ্বাস ছিল,সাকিব-মোস্তাফিজের মাঠের লড়াই দেখার অপেক্ষায় ছিল দেশীয় ক্রিকেট ভক্তরা কিন্তু সাকিবকে স্কোয়াডে না নিয়ে দলে নিয়েছেন সুনিল নারিনকে কলকাতা।

কিন্তু সমর্থকদের সেই আশা পূরণ হয়নি। আসরের প্রথম তিন ম্যাচ খেলার পর সাকিবকে একাদশে বাইরে রাখায় মাঠের লড়াইয়ে দেখা হয়নি দুজনের। অন্যদিকে এখন পর্যন্ত সব ম্যাচেই একাদশে ঠাঁই হয়েছে মোস্তাফিজের।

নিজের ফেসবুক পেজে ছবি আপলোড করে মোস্তাফিজ লিখেছেন, সাকিব ভাইয়ের আশপাশে থাকা সবসময়ই আনন্দের। এর সঙ্গে ‘আইপিএল’ ও ‘পুনর্মিলনী’ হ্যাশট্যাগও ব্যবহার করেছেন বাঁহাতি পেসার।

ম্যাচ শেষে দেখা গেছে, বাউন্ডারির সামনে দাঁড়িয়ে সাকিবের সঙ্গে কথা বলছেন কাটার মাস্টার। এসময় দুজন হাসিমুখে ছবিও তুলেছেন।