সিগারেট ও সবজি খেলে করোনা সংক্রমণ কম হয়ঃ ভারত সরকারের গবেষণা

ভারত সরকারের কাউন্সিল অব সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) এর গবেষণা বলছেন ধূমপায়ী ও নিরামিশাসীদের কোভিডি-১৯ এ আক্রান্ত হওয়ার শঙ্কা তুলনামূলক কম।

গবেষণা অনুয়ায়ী, কোভিড-১৯ শ্বাসযন্ত্রের রোগ হলেও ধূমপান এই রোগ থেকে বেশ ভালো সুরক্ষা দেয়।

ধূমপানের ফলে ফুসফুসে মিউকাস তৈরি হয়। যা করোনাভাইরাসের বিরুদ্ধে নিরাপত্তার প্রথম ব্যুহ হিসেবে কাজ করে। আর সবজিতে প্রচুর আঁশ থাকে। যা কোভিড-১৯ এর বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।

ভারতের ১৪০ চিকিৎসক এবং বিজ্ঞানী এই গবেষণা চালিয়েছেন। মোট ১০ হাজার ৪২৭ প্রাপ্তবয়স্ক ব্যক্তি এই গবেষণায় অংশ নেন। এর আগে ফ্রান্সের দুটি এবং ইতালি, নিউ ইয়র্ক ও চীনে চলা একই ধরণের গবেষণা থেকে একই তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের সিডিসি কর্তৃক গবেষণাতেও একই তথ্য মিলেছিলো ।