হিন্দু হয়েও রমজানে রোজা রাখছেন অভিনেতা ভাস্বর

টালিউড অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় রমজানে রোজা রাখছেন। রোজা রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মন থেকে চাই হিন্দু-মুসলিম এক হোক। এক সঙ্গে সবাই সব পরব মানুন।

ভাস্বর তার প্রথম রোজা উৎসর্গ করেছেন কাশ্মীরীদের জন্য, আর ইন্ডাস্ট্রিতে কাজ করা সব মুসলিম মেকআপ আর্টিস্টদের।

তার কথায়, আমাদের ইন্ডাস্ট্রির অনেক মুসলিম মেকআপ আর্টিস্ট, ড্রেসার রোজা রেখে কাজ করেন দিনের পর দিন। আমি না হয় আমার মতো করে তাদের প্রতি আমার ভালোবাসা, সম্মান ফেরত দিলাম।

অনেক দিন ধরেই কাশ্মীরী ভাষা শিখছেন তিনি। সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভাষায় রমজানের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, কাশ্মীরী ভাষায় গানও গেয়েছেন ভাস্বর। যা শুনে আপ্লুত সেখানকার বিখ্যাত শিল্পী ইশফাক কাওয়া।

ভাস্বরের কথায়, ইনস্টাগ্রামে কাওয়া নিজে যোগাযোগ করেন। কাশ্মীরে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন। শুধু দুই ধর্মের মানুষের মিলনই কাম্য নয় তার। ভারত-পাকিস্তানের দ্বন্দ্বও মেটাতে চান তিনি। বলেন, দেশভাগ আমায় বরাবর কষ্ট দেয়।

সেই অনুভূতি থেকেই দূরত্বের অবসান চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সম্প্রতি টুইট করেছেন তিনি।

ভাস্বর জানালেন লোকনাথ বাবা নিজেও নাকি কোরআন পাঠ করতেন। তিনি বলেন, লোকনাথ বাবার এই আচরণ আমায় ছুঁয়ে গিয়েছিলো। তার থেকে অনুপ্রাণিত হয়েই আমার এই পদক্ষেপ।