হেফাজতের উদ্দেশ্য মুহাম্মদ (স:) এর এজেন্ডা বাস্তবায়ন করাঃ বাবুনগরী

দেশের চলমান পরিস্থিতি নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী দাবি করেছেন, হেফাজত শান্তি-শৃঙ্খলা চায়। কাউকে ক্ষমতায় বসানো বা কাউকে ক্ষমতা থেকে নামানো হেফাজতের উদ্দেশ্য নয়। কোনো পার্টি বা দলের এজেন্ডা বাস্তবায়ন হেফাজত ইসলামের উদ্দেশ্য নয়। হেফাজতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে হযরত মুহাম্মদ (স:) এর এজেন্ডা বাস্তবায়ন করা। এই হল হেফাজতের অবস্থান।

গতকাল সোমবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ফেসবুক ভিডিও বার্তায় হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী এসব দাবি করেন।

বাবুনগরী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর বিরোধী হেফাজতের কোনো কর্মসূচি ছিল না। এমনি কিছু কিছু বক্তা তাদের বক্তব্যে এ ব্যাপারে বললেও কিন্তু মোদি আসার ব্যাপারে হেফাজতের কোনো কর্মসূচি ছিল না। অথচ মোদির সফর ইস্যুকে কেন্দ্র করে গত ২৬ মার্চ জুমার দিন দেশের বিভিন্ন স্থানে কিছু দুর্ঘটনা হয়েছে।