হেফাজত নেতা আজিজুল হক আবারও সাত দিনের রিমান্ডে

২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের মতিঝিল থানায় করা মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীর আবারও সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার (১৮ এপ্রিল) পল্টন থানায় করা মামলায় সাত দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান শুনানি শেষে তাকে আবারও সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ২০১৩ সালে মতিঝিল থানায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানোর পূর্বক ১০ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।