১২ মিনিটে ৪ গোল করে বার্সেলোনার শিরোপা জয়

বার্সেলোনার হয়ে ৩৫টি শিরোপা জিতেছেন লিওনেল মেসি। এর মধ্যে সাতবারের মতো কোপা দেল রে জিতলেন শনিবার রাতে। তবু এটি বিশেষ। করোনা মহামারীতে মাঠে দর্শক ছাড়াই শিরোপা উদযাপন করতে হয়েছে কাতালানদের।

যদিও মেগা ফাইনালে এদিন ৬০ মিনিট পর্যন্ত ম্যাচের গতিপ্রকৃতি দেখে বোঝার উপায় ছিল না বার্সেলোনার লড়াইটা শেষ পর্যন্ত এতোটা সহজ হতে চলেছে। মাত্র ১২ মিনিটের ঝড়ে এদিন বার্সেলোনার সামনে উড়ে যায় অ্যাথলেটিক বিলবাও। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর এদিন ৬০ মিনিটে বার্সেলোনার হয়ে প্রথম গোলটি করেন আতোয়াঁ গ্রিজম্যান। এরপর ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেঙ্কি ডি জং। ৬৮ এবং ৭২ মিনিটে বিলবাওয়ের কফিনে তৃতীয় এবং চতুর্থ পেরেকটি পুঁতে ট্রফি জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন সুপারস্টার লিও মেসি।

মেসি বলেন, ‘দলের অধিনায়ক হতে পারাটা সম্মানের। এবারের শিরোপাটাও বিশেষ। কারণ তা আমি উঁচিয়ে ধরেছি। তবে ভক্তদের নিয়ে উদযাপন করতে না পারাটা কষ্টদায়ক। বর্তমান পরিস্থিতিতে অনুযায়ী এটা মেনে নিতে হচ্ছে। কোপা সব সময় বিশেষ। কারণ ভক্তরা এটি উদযাপন করতে পছন্দ করে।’