আবারও কালবৈশাখীর পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টিও

রাজধানীসহ সারাদেশেই কিছুটা কমে এসেছে তাপপ্রবাহ। বিশেষ করে রোব ও সোমবার কালবৈশাখী ঝড়ের পর থেকেই কমে গেছে গরমের অনুভূতি। আগামী ২৪ ঘণ্টায়ও দেশের সব বিভাগে ঝড়বৃষ্টি হতে পারে, যা আগামী ৩ দিনও অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার (৪ মে) সকালে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে।

সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।