নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর অনেকেই অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায়কে। এদের মধ্যে রয়েছেন দিল্লি, মহারাষ্ট্র, ওড়িশা, পাঞ্জাবের মতো রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃণমূল নেত্রীকে ফোন করেননি।
আজ সোমবার (৩ মে) ভোটের সম্পূর্ণ ফলাফল প্রকাশের পর সাংবাদিক সম্মেলনে মমতা বন্দোপাধ্যায় এ কথা জানান।
মমতা বলেন, এই প্রথম দেখলাম কোনো প্রধানমন্ত্রী ফোন করলেন না। আমি অবাক হয়েছি। মমতার মুখে এ কথা শুনে তাকে প্রশ্ন করা হয়, প্রধানমন্ত্রী ফোন করেননি আপনাকে? মমতার জবাব, না উনি আমাকে ফোন করেননি। হয়তো ব্যস্ত ছিলেন। এরপরই তৃণমূল নেত্রী বলেন, অবশ্য আমি কিছু মনে করিনি। জাতীয় স্বার্থে এবং রাজ্যের স্বার্থে আমাদের যেখানে একসঙ্গে কাজ করার কথা সেখানে সহযোগিতা থাকলেই হল।
তবে ফোন না করলেও তৃণমূল নেত্রী মমতাকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মিলেমিশে করোনায় একসঙ্গে কাজের কথা বলেন তিনি।