করোনা মুক্ত হলেন টলিউড অভিনেতা জিৎ। তবুও দুশ্চিন্তা মুক্ত হতে পারলেন না তিনি। কারণ জিৎ-এর করোনা রিপোর্ট নেগেটিভ আসলেও তার মা বাবার করোনা রিপোর্ট পজিটিভ।
সোশ্যাল মিডিয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন জিৎ। কারণ সকলের প্রার্থনায় আজ তিনি সুস্থ। তবে প্রার্থনা বন্ধ না করার অনুরোধ জানিয়েছেন কারণ তিনি সুস্থ হয়ে উঠলেও তার মা-বাবা করোনায় আক্রান্ত। তাই জিৎ অনুরোধ জানিয়েছেন সকলে যেন তার মা বাবার জন্য প্রার্থনা করেন। জিৎ-এর মা বাবা বিশেষ করে বাবার বয়স অনেক বেশি। তাই এই মুহূর্তে যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন জিৎ। তাই করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরও মন থেকে খুশি হতে পারছেন না জিৎ। তবে জিৎ আশা করছেন তার ভক্তদের প্রার্থনায়, শুভকামনায় যেমন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন তেমন সকলের প্রার্থনায় তার মা-বাবাও শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।
পাশাপাশি জিৎ এও লিখেছেন, সকলেই যেন অবশ্যই মাস্ক পরে বাইরে বেরোন এবং সব সময় হাত ধোয়ার কথাও বলেছেন। এমনকি আগের মতন বারবার স্যানিটাইজার ব্যবহারের কথাও উল্লেখ করেছেন তিনি। এও জানিয়েছেন, খুব প্রয়োজন না হলে বাইরে বেরোবেন না এবং সব রকম সর্তকতা মেনে চলুন।