পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার প্রথমবারের মত রাজনীতির মাঠে নেমেই বাজিমাত করলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। উত্তরপাড়ার তৃণমূলপ্রার্থী হয়ে বিজেপির প্রবীর ঘোষালের থেকে ৩৮ হাজার বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি জননেতা হিসেবেও সফল হতে চান তিনি।
কাঞ্চন মল্লিক বলেন, ‘আমি সুখের সময়ে এসে দাঁড়াইনি, আমি লড়াইয়ের সময়ে এসে দাঁড়িয়েছি। কাজেই আমাকে বহিরাগত বলে যাঁরা সন্দেহ প্রকাশ করছেন যে আমি এলাকার জন্য কী কাজ করতে পারব, তাঁদের উদ্দেশ্যে একটাই কথা বলবো- আমি বাইরে রোগা, ভিতরে দারোগা।’
তিনি আরও বলেন, ‘এতকাল আমাকে আপনারা শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে দেখে এসেছেন। প্রচুর ভালোওবেসেছেন আমায়। জানি, আগামী দিনেও একইভাবে ভালোবাসবেন। মা-মাটি-মানুষের হাত ধরে রাজনীতিতে পা রেখেছি।’