গোপালগঞ্জে চাকুরি পেলেন ৪৩ জন ভিক্ষুক

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনা মহামারি চলাকালীন চাকুরি পেলেন ৪৩ জন ভিক্ষুক। উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামে নির্মিত প্যাকেজিং ফ্যাক্টারীতে কাজ করবেন তারা ।

আজ শনিবার (১ মে) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪৩ জন ভিক্ষুকের হাতে তাদের নিয়োগপত্র তুলে দিয়ে ফিতা কেটে অবলম্বন নামে ফ্যাক্টারীটির উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

জেলা প্রশাসকবলেন, ভিক্ষা নয়, কর্মময় হবে ৪৩ জন ভিক্ষুকের জীবন। এরা এখন কাজ করে সংসার চালাতে পারবে।

এ ধরনের উদ্যোগ দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে। আমাদের দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা দারিদ্রমুক্ত ও উন্নত সমৃদ্ধ হবে। এ ক্ষুদ্র উদ্যোগটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে দেশকে ভিক্ষুক মুক্ত করতে সহায়তা করবে বলে আমার বিশ্বাস।