জননেতা হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে চাই: কাঞ্চন

কাঞ্চন মল্লিক একজন বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা। তিনি একজন অভিজ্ঞ বাঙালি নাট্যশিল্পী। বিজেপির প্রবীর ঘোষালের থেকে ৩৮ হাজার ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নেওয়া। উত্তরপাড়া আপাতত অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকের দখলে। অভিনেতা থেকে নেতা, নতুন পদ পেয়েই রাজ্যবাসীর কাছে কৃতজ্ঞচিত্ত তিনি।

কাঞ্চন বলেছেন, এতকাল আমাকে আপনারা শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে দেখে এসেছেন। প্রচুর ভালওবেসেছেন আমায়। জানি, আগামী দিনেও একই ভাবে ভালবাসবেন। ২০২১-এ আমার নতুন জীবন। মা-মাটি-মানুষের হাত ধরে রাজনীতিতে পা রেখেছি। তাঁর দাবি, সেখানেও সফল হতে সবার ভালবাসা ও আশীর্বাদের প্রয়োজন ছিল। জনতা ফেরাননি তাঁকে।

কাঞ্চন আরও বলেন, সকলের শুভ কামনায়, ভালবাসায় আমি বিধায়ক কাঞ্চন মল্লিক। যদিও বিধায়কের বদলে নিজেকে ‘জননেতা কাঞ্চন মল্লিক’ হিসেবেই সবার সামনে তুলে ধরতে চান তিনি। একই সঙ্গে আশ্বাস, অভিনয়ের পাশাপাশি জননেতা হিসেবেও তিনি সফল হতে চান। অঞ্চলবাসীর মুখে হাসি ফোটাতে চান। তার জন্য মুখ্যমন্ত্রীর মতোই অঞ্চলবাসীকে তাঁর প্রতি ভরসা রাখার অনুরোধ জানিয়েছেন। তিনি জানেন যাঁদের জোরে তিনি জননেতা, তাঁরা পাশে থাকলে সমস্ত বাধা অনায়াসে পেরিয়ে বাংলার উন্নয়নের স্বপ্ন অনায়াসে সফল করতে পারবেন।