দলগুলোয় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আইপিএল স্থগিত ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখন পর্যন্ত আট ফ্র্যাঞ্চাইজির চারটিতে করোনা পজিটিভ হয়েছেন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা। আইপিএলের সহসভাপতি রাজীব শুক্লা অবশ্য এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) জানিয়েছেন, এই মৌসুমের জন্যই স্থগিত হয়ে গেছে আইপিএল।
আইপিএলের মাঝ পথেই একের পর এক খবর প্রকাশিত হতে থাকে আক্রান্ত হয়েছেন সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দুই তারকা ক্রিকেটার। এরপর করোনা পজেটিভ হন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের বোলিং কোচসহ তিন সদস্য।
কেকেআরে করোনা সংক্রমণ হওয়ার পরই নাইট রাইডার্স ও বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার সোমবারের ম্যাচটি পরিত্যক্ত হয়। কেটাররা একের পর এক করোনা আক্রান্ত হচ্ছেন এমন সংবাদ প্রকাশ হতেই নড়েচড়ে বসে আইপিএল কর্তৃপক্ষ। অবশেষে মঙ্গলবার অনির্দিষ্ট সময়ে জন্য আইপিএল স্থগিত করা হয়।
আইপিএলের মাঝপথেই দেশে ফিরতে পারেন সাকিব-মোস্তাফিজ। এর কারণ ছিল, ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ। ২৩ মে থেকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হবে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। সেই সিরিজের প্রাথমিক দলে রয়েছেন আইপিএলে খেলা বাংলাদেশের সাকিব-মোস্তাফিজ। কিন্তু বাংলাদেশ সরকারের নতুন নিয়ম, যা ১ মে থেকে বাস্তবায়ন করা শুরু হয়েছে, ভারত এবং দক্ষিণ আফ্রিকা ফেরত যে কাউকেই বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। সাকিব-মোস্তাফিজকে ছুটি দেয়া আছে ১৮ মে পর্যন্ত।
বিসিবি পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে আমরা নিশ্চিত, তারা খুব শিগগিরই, হয়তো দু-একদিনের মধ্যে চলে আসবে।