নন্দীগ্রামের ভোট গণনা প্রক্রিয়া এখনও শেষ হয়নি: তৃণমূল

নন্দীগ্রাম নিয়ে চরম বিভ্রান্তি। নন্দীগ্রামের ভোট গণনা প্রক্রিয়া এখনও শেষ হয়নি বলে জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে বলা হয়েছে, নন্দীগ্রামের ভোট গণনা প্রক্রিয়া এখনও শেষ হয়নি, দয়া করে এখনই কিছু (বিভ্রান্তিকর তথ্য) ছড়াবেন না। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এর আগে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, নন্দীগ্রামে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী।

তবে শুভেন্দু জয়ী হওয়ার খবর মেনে নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রায় ঘোষণার পর কারচুপি হয়েছে। এ নিয়ে আদালতে যাব।

তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।