‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগানটি পছন্দ করেছে পশ্চিমবঙ্গের মানুষ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের গণনা শুরু হওয়ার পর থেকে তৃণমূল যেভাবে এগিয়ে আছে, তাতে ধর নেওয়াই যায় যে তাদের ক্ষমতায় ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখন তৃণমূল ২০৩টি আসনে এগিয়ে। আর বিজেপি এগিয়ে কেবল ৮৬টি আসনে।

যদিও গণনা এখন শেষ হয়নি। তবে ফলাফলের অভিমুখ থেকে এটা পরিষ্কার যে, বিশাল ব্যবধানে বিজেপিকে হারাতে চলেছে তৃণমূল।

পশ্চিমবঙ্গ রাজ্যের একের পর এক জেলা থেকে যে খবর আসছে তাতে পরিষ্কার মমতা ব্যানার্জির স্লোগান ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ পশ্চিমবঙ্গের মানুষের পছন্দ হয়েছে। একইসাথে বোঝা যাচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির ধর্মীয় বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে।

কেবলমাত্র মুসলিম অধ্যুষিত অঞ্চলে নয়, মমতার দল হিন্দুপ্রধান অঞ্চলেও বিজেপিকে ধরাশায়ী করেছে। তৃণমূল নেতা পার্থ চট্টাপাধ্যায় বললেন, মমতার সবাইকে নিয়ে চলার রাজনীতির জয় হতে চলেছে। পশ্চিমবঙ্গের মানুষ ধর্মান্ধ নয়, তা আবার প্রমাণিত হলো।

তৃণমূল শিবিরে নিশ্চিতজয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, নন্দীগ্রামে ২ নম্বর ব্লকে গণনা শেষে শুভেন্দু এগিয়ে থাকলেও ১ নম্বর ব্লকের গণনা এখনো শুরু হয়নি। ফলে আপাতত শুভেন্দু এগিয়ে থাকলেও মমতা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এগিয়ে যাবেন বলেই মনে করছেন নন্দীগ্রামের তৃণমূল শিবির।