আইপিএলের মঞ্চে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস। আজ তারা সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে ৫৫ রানের বড় ব্যবধানে। ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি করে জয়ের ভিতটা পাকা করে দিয়েছিলেন ইংলিশ তারকা জস বাটলার। এরপর বল হাতে আগুন ঝরান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। রাজস্থান রয়্যালসের সম্মিলিত আক্রমণে আর হারের বৃত্ত থেকে বের হতে পারেনি ৭ ম্যাচে মাত্র ১ জয় পাওয়া হায়দরাবাদ।
ইংলিশ ব্যাটসম্যান জস বাটলারের শতক ও বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে সানরাইজার্স হায়দরাবাদকে ৫৫ রানে হারিয়ে আসরে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ৭ ম্যাচ খেলে এটি হায়দরাবাদের ষষ্ঠ পরাজয়।
দিল্লীতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২০ রানের পাহাড় জড়ো করে রাজস্থান। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে জস বাটলারের ব্যাট থেকে, বিধ্বংসী ব্যাটিংয়ে যিনি পূর্ণ করেন শতক। মাত্র ৬৪ বলের মোকাবেলায় ১১টি চার ও ৮টি ছক্কা হাঁকিয়ে ১২৪ রান করেন তিনি।
৪ ওভার বল করে মুস্তাফিজ ৩ উইকেট শিকার করেন মাত্র ২০ রানের খরচায়। সমান সংখ্যক উইকেট শিকার করা মরিস খরচ করেন ২৯ রান। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে হায়দরাবাদের সংগ্রহ দাঁড়ায় ১৬৫ রান। রাজস্থান পায় ৫৫ রানের বড় জয়।
সংক্ষিপ্ত স্কোরঃ
রাজস্থান রয়্যালস: ২২০/৩ (২০ ওভার)
বাটলার ১২৪, সাঞ্জু ৪৮
রশিদ ২৪/১, বিজয় ৪২/১
সানরাইজার্স হায়দরাবাদ: ১৬৫/৮ (২০ ওভার)
মনিশ ৩১, বেয়ারস্টো ৩০
মুস্তাফিজ ২০/৩, মরিস ২৯/৩
ফল: রাজস্থান রয়্যালস ৫৫ রানে জয়ী।