ভারতের পশ্চিমবঙ্গে ২৯২টি আসনের বিধানসভা নির্বাচনে ভোট গণনা চলছে। ২০১১ বিধানসভায় রাজ্যে পালাবদলের পর থেকে মমতার তৃণমূল সরকার রয়েছে ক্ষমতায়। তৃতীয় বারের জন্য ফের মমতা ব্যানার্জীই ক্ষমতায় আসবেন বলেই দাবি করেছে শাসক দল। তবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল এগিয়ে গেলেও নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী নিজেই পিছিয়ে পড়েছেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে।
এখন পর্যন্ত পাওয়া ফলাফলে নির্বাচনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের বাসিন্দারা একরকম নিশ্চিত হয়ে গেছেন বড়সড়ো ব্যবধানে ক্ষমতায় আসতে চলেছে মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস।
শেষ খবর পাওয়া পর্যন্ত সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস ১৯০টি আসনে এবং বিজেপি ৯৫টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে এনডিটিভি জানিয়েছে, এখন পর্যন্ত তৃণমূল ১৬৭ আসনে এবং বিজেপি ১২২ আসনে এগিয়ে রয়েছে।