করোনাভাইরাসের ভয়াবহ তান্ডবে বিপর্যস্ত ভারত। এমন পরিস্থিতিতে দেশটিতে কয়েক সপ্তাহের জন্য তাৎক্ষণিক লকডাউন দেয়া জরুরি বলে মনে করছেন বাইডেন প্রশাসন। আর এই পরামর্শ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শীর্ষ চিকিৎসা উপদেষ্টা অ্যান্টনি ফওসি।
শনিবার (১ মে) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
যুক্তরাষ্ট্রের শীর্ষ এই চিকিৎসা উপদেষ্টা বলেন, ভারতে তাৎক্ষণিক লকডাউন দেয়া উচিত। দেশটিতে করোনার সংক্রমণ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বাইডেন প্রশাসন। জানিয়েছে, ভারতের পরিস্থিতি সত্যিই অনেক ভয়ানক। করোনার দ্বিতীয় ঢেউ এখনো দেশটির শীর্ষ বিন্দু পর্যন্ত যায়নি। তাই পরিস্থিতি যে আরও ভয়ানক হয়ে উঠবে না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
অ্যান্টনি ফওসি বলেন, এখনই যদি ভারতে লকডাউন দেয়া না হয় তাহলে আরও ভয়ানক হতে পারে দেশটির পরিস্থিতি।