করোনা ভয়াবহ তান্ডব চালাচ্ছে ভারতে। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩৫২৩ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ১১ হাজার ৮৫৩ জনে।
দেশটির খবরে বলা হয়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন। এটি বিশ্বরেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯১ লাখ ৫৭ হাজারে।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) শনিবার জানায়, ভারত এ পর্যন্ত মোট ২৮ কোটি ৮৩ লাখ ৩৭ হাজার ৩৮৫ জনের নমুনা পরীক্ষা করেছে। এরমধ্যে শুক্রবার টেস্ট করা হয়েছে প্রায় সাড়ে ১৯ লাখ নমুনা।