করোনার ভয়াবহ তান্ডবে বিপর্যস্ত বিশ্ববাসী। এ পরিস্থিতির মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে পবিত্র রমজান মাসের ২০ দিনে ৩০ লাখের বেশি মুসল্লি পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায় ও ওমরাহ পালনে এসেছেন। করোনা টিকা নেওয়ার পর স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাঁরা পবিত্র মসজিদুল হারামে প্রবেশ করেন।
আরব নিউজের প্রতিবেদনে জানা যায়, করোনা সংক্রমণরোধে মক্কার পবিত্র মসজিদুল হারামের ভেতরে ইবাদত করতে সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধানসহ কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়।
ওমরাহ পালনকারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যবোধ নিশ্চিত করতে পবিত্র কাবা ঘরের পাশেও ওমরাহ পালনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি বয়োবৃদ্ধ ও প্রতিবন্ধীদের জন্য আলাদাভাবে বিশেষ পথ তৈরি করা হয়।
সূত্র : হারামাইন শরিফাইন