অভিনেতা মিঠুন চক্রবর্তী ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে যোগ দিয়েছেন বিজেপিতে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে তার যোগদান ছিল উল্লেখ করার মতো ঘটনা।
‘জাত গোখরো’র জনপ্রিয় সংলাপে সেদিন মেতেছিল সমাবেশ। একটা সময় মনে হয়েছিল রাজ্যে বিজেপির মুখপাত্র হয়ে উঠতে পারেন মিঠুন। কিন্তু তাকে প্রার্থীও করেনি বিজেপি।
তবে রাজ্যের বিভিন্ন সভা-সমাবেশ ও প্রচারে তাকে অংশ নিতে দেখা গেছে। বিজেপির দেওয়া হেলিকপ্টারে চষে বেড়িয়েছেন গোটা পশ্চিমবঙ্গ। বিভিন্ন সভায় তার বিখ্যাত সংলাপগুলো আওড়ানো বেশ উপভোগও করেছে জনতা।
গতকাল রোববার পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। এতে বিজেপির ভরাডুবি হয়েছে। তাই মিঠুনের সংলাপ ও বাচনভঙ্গি অনেক হাততালি হয়তো পেয়েছে; কিন্তু ভোট আসেনি।