রাধে ছবির প্রথম টিজার প্রকাশ হতেই ব্যাপক আলোচনায় আসেন সালমান খান। ট্রেলার মুক্তি পাওয়ার পর নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। কিন্তু অ্যাকশন, জমজমাট গান কিংবা সুপারহিট ডায়ালগের পাশাপাশি ব্যাপক চর্চা শুরু হয়েছিল দিশা এবং সালমানের সিনেমার রোমান্স নিয়ে। সম্প্রতি নায়ক-নায়িকার চুম্বনরত দৃশ্য প্রকাশ্যে আসে।
দৃশ্যে আলো আঁধারির মধ্যে দিশার ঠোঁটে ঠোঁট রাখতে দেখা গিয়েছিল সালমানকে। যা দেখে অনেকেই নিশ্চিত ছিলেন যে, ওই দৃশ্যের শুটিংয়ের জন্য কোনও ‘ট্রিক’ ব্যবহার করা সম্ভব না।
প্রশ্ন উঠেছিল, তাহলে কি সালমান নিজের নো কিস নীতি ভেঙেছেন? তুমুল আলোচনার মুখে অবশেষে এ নিয়ে মুখ খুললেন সালমান।
চুমুর বিষয়টি স্বীকার করে সালমান বলেন, ‘ইস পিকচার মে এক কিস জরুর হ্যায়।’
তবে তারপরই বলেন, ‘ঠোঁটের উপর ডাক্ট টেপ লাগিয়ে ট্রিকটা করা হয়েছিল।’
সূত্র: এই সময়