ভারতে করোনার প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করেছে। করোনার ভয়াবহ তান্ডবে বিপর্যস্ত দেশটি। এমন পরিস্থিতিতে একটি পুরো গ্রামের দায়িত্ব নিয়ে সত্যিকারের হিরোর পরিচয় দিয়েছেন বলিউডের খল অভিনেতা সোনু সুদ।
সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ে হাজির হন সোনু সুদ। সেখানে এক প্রতিযোগী এই অভিনেতাকে পেয়ে করোনা মহামারির কারণে তার গ্রামের মানুষের দুর্দশার কথা তুলে ধরেন। সঙ্গে সঙ্গেই তার গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন সোনু।
উদয় সিং নামের ওই প্রতিযোগীকে সোনু বলেন, ‘উদয় আমি তোমার গ্রামের মানুষদের বলতে চাই, এই লকডাউন এক মাস, দুই মাস বা ছয় মাস যত দিনই চলুক, তারা সবাই রেশন পাবেন। তাদের বলো চিন্তা করার কিছু নেই। কেউ খালি পেটে থাকবেন না। আমি ওই গ্রামের সব মানুষের রেশনের দায়িত্ব নিলাম।’