মিরপুরে তিন ম্যাচ সিরিজের ৩য় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলে জায়গা পেলেন বাহাতি ওপেনার নাঈম শেখ।
মোহাম্মদ নাইম একজন বাংলাদেশী ক্রিকেটার। জাতীয় দলে অভিষেকের আগে ২০১৮ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট দলে ছিলেন তিনি।
প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও লঙ্কান উড়িয়ে দিল টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের বৃষ্টি আইনে ১০৩ রানে হারিয়েছে তামিমের দল। এরই সাথে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম কোন সিরিজ জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ।
২০১৫ সালের বিশ্বকাপের পর থেকে দেশের মাটিতে ১১টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের মধ্যে দশটিই জিতে নিল বাংলাদেশ। এই সময়ে তাদের একমাত্র সিরিজ হার ছিল ২০১৬ সালে ইংল্যান্ডের কাছে।
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, শরিফুল ইসলাম।