জাপানের উত্তরপূর্বাঞ্চলে শনিবার ৬.৮ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে শক্তিশালী এই ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। জাপান এবং যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, মিয়াগি প্রিফেকচারের ইশিনোমাকির উপকূলে ওই ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ৪৭ কিলোমিটার। ২০১১ সালের মার্চে এই অঞ্চলের কাছাকাছি এলাকায় ভূমিকম্পের পর ভয়াবহ সুনামি হয়েছিল। তখন ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস এবং জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ওই ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা নেই। ওই ভূমিকম্পের পর পূর্বাঞ্চলীয় উপকূলে শক্তিশালী কম্পন অনুভূত হয়। রাজধানী টোকিওতেও কম্পন অনুভূত হয়।