সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে বনবিভাগ ও শরণখোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে। তবে কী কারণে আগুন লেগেছে ও ক্ষয়-ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি তিনি।
আজ সোমবার (৩ মে) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।
বনের এ কর্মকর্তা মোবাইল ফোনে জানান, দুপুরের দিকে শরণখোলার ভোলা নদীর দাসের ভারানি এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। বনকর্মীরা দেখতে পেয়ে শরণখোলা ফায়ার সার্ভিসকে জানালে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। আগুনের ব্যাপ্তি যাতে বাড়তে না পারে সেজন্য বনকর্মীরা ফায়ার লাইন কাটার কাজ করেছেন। আগুন নিয়ন্ত্রণে এলে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করা যাবে।