বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা একদমই ভাল না। জাতীয় দল শক্ত কোন অবস্থান দাড় করাতে পারছে কোন দলের বিপক্ষেই, যেন এক প্রকার শিক্ষা সফর চলছেই! আর দেশের ক্রিকেটের এই অবস্থার জন্য তরুণ ও জুনিয়র ক্রিকেটারদের নিবেদন ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন।
বিডিক্রিকটাইমকে দেয়া এক সাক্ষাৎকারে সুজন বলেন, জাতীয় দলের ৩-৪ ঘণ্টার প্র্যাকটিসে আপনি কি বিরাট কোহলি বা শচীন টেন্ডুলকার হতে পারবেন? ওরা কঠোর অনুশীলন করে সবসময়। প্র্যাকটিসের বিকল্প কিচ্ছু নেই। আপনি যত বড় খেলোয়াড়ই হন না কেন, সঠিক প্র্যাকটিসের বিকল্প কিছু হতে পারে না।
সুজন আরও বলেন, বিসিবিতে অনেক সময় সকালেও আমার যাওয়া হয়। দেখেছি- মাশরাফি দৌড়াচ্ছে। কিংবা মুশফিক মাত্র নেট করে বের হল, মাঠে গিয়ে ক্যাচ ধরছে। একইভাবে রিয়াদ, তামিম সাকিব- সবাইকে দেখেছি যথেষ্ট কষ্ট করতে। সাকিব নিজের প্র্যাকটিস খুবই ভালো বোঝে। কোনোদিন অনেক বেশি অনুশীলন করে, কোনোদিন করেই না। ওর ক্রিকেটটা ও খুব ভালো বোঝে। প্রত্যেক সিনিয়র ক্রিকেটারকেই দেখেছি বাড়তি অনুশীলন করে।
সুজনের চাওয়া, তরুণরাও নিজেদের আরও ভালো করে তোলার ব্যাপারে সচেতন হবেন, তরুণরা করে না, তা বলব না। তবে সেটা খুব কম আকারে। আমার কথা হল- মাঠে ওদের কাজ কী? (এখনকার খেলোয়াড়দের) ক্রিকেট ছাড়া কাজ কী? ওদের পেশাই তো হল ওরা ক্রিকেটার। আমার তো বাইরের কোনো কমিটমেন্ট থাকাই উচিৎ না।
সূত্রঃ বিডিক্রিকটাইম