আইপিএল থেকে দেশে ফেরা নিয়ে বিপাকে বিদেশি ক্রিকেটাররা

আইপিএল স্থগিতের পর গতকালও কোভিড পজিটিভ হয়েছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি। এর আগে বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজির শরীরেও পাওয়া যায় মরণঘাতী এ ভাইরাস।

আইপিএল স্থগিত করেই দায় এড়াতে পারছে না বিসিসিআই। এবার বিদেশি ক্রিকেটারদের সুস্থ অবস্থায় দেশের পাঠানোর চ্যালেঞ্জের মুখোমুখি গাঙ্গুলি-ব্রিজেশ প্রশাসন। কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে ভারতের আকাশ পথ বন্ধ থাকায়, সেখানেও দেখা গেছে অনিশ্চয়তা। এ অবস্থায় ভিন্ন ভিন্ন উপায় অবলম্বন করে, দেশে ফেরার ব্যবস্থা করছেন ক্রিকেটাররা।

তবে, যারা সুস্থ আছেন তারা এখন ফিরে যেতে চান নিজ নিজ ভূমিতে। এখন সেটা নিয়েই বিপাকে পড়েছে ভারত। কারণ, বিভিন্ন দেশের সঙ্গে তাদের যোগাযোগব্যবস্থাই যে বন্ধ হয়ে আছে কোভিডের প্রকোপে। ১৫ মে পর্যন্ত ভারত থেকে সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে অস্ট্রেলিয়া। দুবার নেগেটিভ হয়ে ইংল্যান্ড ফিরতে পারবেন ব্রিটিশ নাগরিকরা। কিন্তু সেখানে তাদের করতে হবে ১০ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন।
আর এসব ফ্লাইটের বেশির ভাগ ট্রানজিট হবে যে দেশে, সেই আরব আমিরাত সরকার নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ভারতকে।