নন্দীগ্রামে ফল ঘোষণা স্থগিত

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে বিশাল জয়ের দ্বারপ্রান্তে রয়েছে। ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে নির্বাচনে পরাজয় স্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন বিজেপি নেতা রাজনাথ সিং ও অর্থমন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

ভোটগণনা ঘিরে বিভ্রান্তি। আপাতত ফলাফল ঘোষণা স্থগিত নন্দীগ্রামে। নতুন করে গণনা হতে পারে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জানালেন রিটার্নিং অফিসার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বলেন, আপাতত জয়ী শুভেন্দু অধিকারী। পুনরায় গণনার ব্যাপারে এখনও কোনও আবেদন আসেনি। তা হবে কি না ঠিক করবেন রিটার্নিং অফিসার। এটা আংশিক না সম্পূর্ণ গণনা হবে সেটাও তিনি ঠিক করবেন।

নন্দীগ্রামের নির্বাচন নিয়ে এখনও উত্তাপ কমেনি। সন্ধ্যার আগের খবরে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছিল নির্বাচনে ১২ শতাধিক ভোটে জয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সন্ধ্যার পরই বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় ওই আসনে শুভেন্দু জিতেছে।

সূত্রঃ আনন্দ বাজার