আবারও নাইন্টিতে আউট হলেন তামিম

শ্রীলঙ্কার বিপক্ষে বরাবরই দুর্দান্ত ওপেনার তামিম ইকবাল। প্রথম টেস্টের পর পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন দেশ সেরা এই ওপেনার। কিন্তু একই সিরিজে শেষ তিন ইনিংসের দু’বারই নার্ভাস নাইন্টিতে আউট হয়ে ফিরলেন তামিম ইকবাল।

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকেন তামিম। মাত্র ৫৭ বলে তুলেন ফিফটি। টানা চার ইনিংসে অর্ধশতক হাঁকান তিনি।

সেই অর্ধশতকে শতকে রুপান্তর করতে ব্যর্থ টাইগার ওয়ানডে অধিনায়ক। ১৫০ বলে ৯২ রানের ইনিংস খেলে চলতি টেস্টে অভিষিক্ত জয়াবিক্রম বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন। এমন ইনিংস খেলতে ১২ চার হাঁকান তামিম।

প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের ১ম ইনিংসের স্কোরঃ ১৮৫/৩ (৫২.১ ওভার) শেষে তামিম ইকবাল ৯২ রান, সাইফ হাসান ২৫ রান। মুমিনুল হক ৩৬ রান এবং মুশফিক ২৪ রান করে অপরাজিত আছেন। অপরপক্ষে শ্রীলংকা ১ম ইনিংসের স্কোরঃ ৪৯৩/৭ ডি. (১৫৯.২)।

এর আগে চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯০ বলে নিজের উইকেট বিলিয়ে দেন তামিম। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে লষ্কান বোলারদের শাসন করেন তিনি। কিন্তু ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলা অবস্থায় ম্যাচ ড্র তে পরিণত হয়।