ইতিহাস গড়ে মুশফিকের সেঞ্চুরি

মিরপুরে তিন ম্যাচ সিরিজের ২য় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তবে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। তবে ব্যাট হাতে দলকে সামলে নিয়েছেন মুশফিকুর রহিম।

আগের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেও শেষ পর্যন্ত সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ২য় ওয়ানডেতে ইতিহাস গড়ে মুশফিকের সেঞ্চুরি।

প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোরঃ ২৩৭/৮ (৪৭.০ ওভার) শেষে তামিম ইকবাল ১৩, লিটন দাস ২৫, সাকিব আল হাসান ০, মোসাদ্দেক ১০, মাহামুদুল্লাহ ৪১, আফিফ ১০, সাইফুদ্দিন ১১ রান করেছেন। মুশফিকুর রহিম ১১৬ ও শরিফুল ইসলাম ০ রান করে অপরাজিত রয়েছেন।

ওয়ানডে ক্রিকেটে নিজের ২২৬তম ম্যাচে অষ্টম সেঞ্চুরি তুলে নেন মুশফিক। টেস্ট ও ওয়ানডে মিলে এ নিয়ে ১৫তম সেঞ্চুরি হাঁকালেন মুশফিক। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনো সেঞ্চুরির দেখা পাননি এই উইকেটকিপার ব্যাটসম্যান।

শ্রীলংকার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় স্বাগতিক বাংলাদেশ দল।