ইমরান খানের সফরে সৌদি-পাকিস্তান চুক্তি

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এখনও সৌদি আরবে অবস্থান করছেন তিনি।

গতকাল শনিবার (৭ মে) পারস্পরিক সম্পর্কোন্নয়নে একটি চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব এবং পাকিস্তান।

বার্তা সংস্থা এএফপি ও পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম গণমাধ্যম ডন জানায়, দুই ঘনিষ্ঠ মিত্র দেশের মধ্যে কয়েক মাস ধরে চলা সম্পর্কের টানাপোড়েনের পর তারা এমন চুক্তি করল।

পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, পশ্চিমাঞ্চলীয় জেদ্দা নগরীতে দুটি চুক্তি স্বাক্ষর করেন। স্বাক্ষরিত চুক্তি অনুসারে, উভয় পক্ষের মধ্যে দু’দেশের মধ্যে সমন্বয়ের জন্য একটি ‘সুপ্রিম কর্ডিনেশন কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

এ ছাড়াও অর্থনৈতিক সহযোগিতা, কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পরিবেশ ও মিডিয়া অংশীদারিত্বের ক্ষেত্রে পাঁচটি স্মারক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সৌদি আরবে প্রায় ২৫ লাখ পাকিস্তানি কর্মীর চাহিদার ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানা যায়।