ঈদে ঘোরাফেরা না করার আহ্বান জানালেন আহলে সুন্নাত

দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় দুর্যোগময় মুহূর্তে দেশ-জাতি ও নিজের জীবন রক্ষার্থে আসন্ন ঈদুল ফিতরের সময় অন্যান্য বছরের মতো হৈ-হুল্লোড় বা ঘোরাফেরা না করে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ।

আজ সোমবার (৩ মে) এক বিবৃতিতে আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ এ আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতির জন্য শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের জামাতে অল্প বয়সের নাবালেগ ছেলে, বেশি বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা যেন মসজিদে না আসেন সেদিকে পরিবারের কর্তা, এলাকা ও সমাজের সচেতন নাগরিকদের নজর রাখতেও অনুরোধ জানানো হয়েছে।

প্রতিটি মসজিদের ইমাম ও খতিবদের হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে করোনা মহামারি থেকে দেশবাসীসহ সারা বিশ্ববাসীর মুক্তির জন্য আল্লাহ তায়ালার দরবারে দোয়া ও মোনাজাত করার আহ্বান জানানো হয়েছে।