এবার সবচেয়ে বড় ঈদ জামাতের অনুমতি দিল পর্তুগাল

চলতি মাসের শুরুতেই পর্তুগালে করোনাভাইরাসের সংক্রমনের কিছুটা কমে যাওয়ায় জরুরি অবস্থা তুলে নিয়েছে দেশটির সরকার। বর্তমানে দেশটির পর্যটন খাতগুলো উন্মুক্ত রয়েছে। এবার আসন্ন ঈদে মুসলমানদের জন্য সুখবর দিলো পর্তুগাল সরকার।

জানা গেছে, গতবছর অনুমতি না দেওয়া হলেও এবার স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য সবচেয়ে বড় জামাতের অনুমোদনও দিয়েছে পর্তুগাল সরকার।

জানা গেছে, বায়তুল মোকাররম ইসলামী সেন্টার এবং জামে মসজিদের যৌথ উদ্যোগে ঈদের দিন সকাল ৮টায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা মার্তৃমনিজ পার্কে এই জামাতটি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,করোনাভাইরাসের ভয়াবহ তাণ্ডবে গত বছর এই ঈদ জামাতটির অনুমোদন দেয়নি পর্তুগাল সরকার। ফলে লিসবনের প্রতিটি ঘরই যেন হয়ে উঠেছিল এক একটি ছোট্ট মসজিদ। তখন ঘরোয়াভাবেই সবাই ঈদ উৎসব পালন করেছিল।