করোনায় উপার্জনক্ষম ব্যক্তি মারা গেলে পেনশন দেবে ভারত সরকার

পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি করোনায় মারা গেলে সেই পরিবারকে পেনশন দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। পাশাপাশি তাদের জন্য বিশেষ বিমার ব্যবস্থা করা হবে।

স্থানীয় সময় শনিবার (২৯ মে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটে এ ঘোষণা দেন।

এ বিষয়ে নরেন্দ্র মোদির দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, করোনার যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের পাশে রয়েছে সরকার। সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের আর্থিক সাহায্য করা হবে। মৃত ব্যক্তিদের পবিরার যাতে সম্মানজনকভাবে বেঁচে থাকতে পারেন তার জন্য তাদের পরিবারকে পেনশন প্রকল্পের আওতায় আনা হবে।

২০২০ সালের ৩ মার্চের পর থেকে যাদের করোনায় মৃত্যু হয়েছে, তারা এই পেনশনের সুবিধা পাবেন। ২০২২ সালের ২৪ মার্চ থেকে এই পেনশন সুবিধা চালু হবে বলে মোদির দপ্তর থেকে জানানো হয়েছে।