কাল সিরিজের প্রথম ওয়ানডে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল রোববার মুখোমুখি হবে দু’দল। পরিসংখ্যান লঙ্কানদের পক্ষে থাকলেও অভিজ্ঞতায় এগিয়ে স্বাগতিকরা।

আগামীকাল রবিবার (২৩ মে) দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে। এদিকে সিরিজ শুরুর আগে করোনা আক্রান্ত হয়েছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ দলের সব ক্রিকেটারদের এক দফা করোনা পরীক্ষা করা হয়েছে।

এশিয়ান প্রতিপক্ষদের মধ্যে শুধু শ্রীলঙ্কার বিপক্ষেই কোনো সিরিজ জয়ের অভিজ্ঞতা নেই বাংলাদেশের। যদিও পূর্বে খেলা দুটি দ্বিপাক্ষিক সিরিজ শেষ হয়েছিল সমতায়। এবার বাংলাদেশের সামনে সুযোগ প্রথম সিরিজ জয়ের। ঘরের মাঠে খেলা হলেও স্বস্তিতে নেই টাইগাররা। সব ফরম্যাট মিলে শেষ ১০ ম্যাচে জয়হীন বাংলাদেশ। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতেই হোয়াইট ওয়াশ করেছিল তামিম ইকবালের দল।

উল্লেখ্য, দু’দলের মুখোমুখি হপ্যেছে ৪৮ বার আর ৩৯ ম্যাচে জয় শ্রীলঙ্কার, বাংলাদেশ জিতেছে ৭টিতে। কুশল পেরেরার নেতৃত্বে আসা শ্রীলঙ্কা দল অভিজ্ঞতায় কিছুটা পিছিয়ে থাকলেও সতর্ক হয়েই মাঠে নামবে তামিম-মুশফিকরা।