ক্রিকেটার তাসকিনের লেখা ছোটবেলার ছড়া

তাসকিন আহমেদ বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটার। বামহাতি ব্যাটসম্যান ও ডানহাতি ফাস্ট বোলার হিসেবে দলে খেলে থাকেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৩৪.২ ওভার বল করে ১২৭ রানে ৪ উইকেট নেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটিই তার সেরা বোলিং ফিগার।

ছেটোবেলায় কঠোর শাসনের মধ্যে বেড়ে উঠা তাসকিন পড়াশোনা-খেলার পাশাপাশি ছড়াও লিখেতেন। তার লেখা ছড়া বিভিন্ন পত্রপত্রিকায়ও ছাপা হয়েছে। তার ছোটবেলার সেই ছড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পাঠকদের জন্য লেখাটি তুলে ধরা হলো-

‘আমার নাম তাজীম
খেলি শুধু লাটিম,
মা দেখলে দেয় মার
বাবা দেয় বকা
সারাক্ষণ পড়া শুধু
সারাক্ষণ পড়া।
একটু খানি জিরাব ত,
তার নাই যে ভাই খোঁজ
সন্ধ্যায় আসে টিচার,
দুপুরে বেলা হুজুর।
একটু খানি খেলব যে ভাই,
নেইতো যে সময়
বাবা দেয় একটু খেলতে
মানা করে মা,
সারাক্ষণ পড়া যে ভাই
সারাক্ষণ পড়।’