গাজায় ইসরাইলি হামলা সন্ত্রাসবাদী কাজ: ইলহান ওমর

যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান ইলহান ওমর বলেছেন, গাজায় বিমান হামলা করে নিরাপরাধ ৯ শিশুসহ ২০ ফিলিস্তিনিকে হত্যা করে সন্ত্রাসবাদী কাজ করেছে ইসরাইল। জেরুজালেমের শেখ জারাহ এলাকায় ২৬টি ফিলিস্তিনি পরিবারকে জোর করে তাদের বাড়িঘর থেকে বের করে তা দখল করে অবৈধ ইহুদি বসতি গড়ারও তীব্র নিন্দা জানান তিনি।

গতকাল সোমবার (১১ মে) এক টুইটবার্তায় মার্কিন মুসলিম নারী আইনপ্রণেতা ইলহান ওমর এ কথা বলেন। খবর আনাদোলুর।

ইলহান ওমর বলেন, ফিলিস্তিনিদেরও নিজেদের রক্ষা করার অধিকার আছে। ইসরাইলিরা নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম দিয়ে নিজেদের সুরক্ষিত করে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে বিমান হামলা করছে। এখনই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ ইসরাইলের লাগাম টেনে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

ইলহান ওমর আরও বলেন, পবিত্র রমজানের এ সময় যখন ঈদের জন্য মুসলিমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন, তখন বর্বরোচিত হামলা শুরু করেছে ইসরাইল। দখলদার ইসরাইলকে এ কাজে মদদ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকারেরও কঠোর সমালোচনা করেন তিনি।