গাজায় হামলা: ইসরায়েলের রাষ্ট্রদূতকে রাশিয়ার হুঁশিয়ারি

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রবীণ রুশ কর্মকর্তা ইসরায়েলের রাষ্ট্রদূতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজায় বেসামরিক হতাহতের ঘটনা আরো বাড়ানোর যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা গ্রহণযোগ্য নয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছেন।

আজ বুধবার (১৯ মে) ইসরায়েলের রাষ্ট্রদূতকে রাশিয়ার এক সিনিয়র কর্মকর্তা সতর্ক করেছেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

ইসরায়েলের রাষ্ট্রদূতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, গাজায় বেসামরিক লোকজনের হতাহতের ঘটনা আরও বাড়বে এমন পদক্ষেপ যদি ইসরায়েল গ্রহণ করে তাহলে সেটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।লেবানন সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শেবা ফার্মস এলাকা থেকে তিনটি রকেট ছোড়া হয়। তবে কারা এই রকেট হামলা চালিয়েছে তা জানা যায়নি। হিজবুল্লাহ দাবি করেছে, এর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

উল্লেখ্য, ১০ মে থেকে গাজায় চলমান সহিংসতায় কমপক্ষে ২১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছে ৬৩ জন শিশু। সহিংসতার ঘটনায় আরো প্রায় ১,৫০০ ফিলিস্তিনি আহত হয়েছেন। এদিকে, সহিংসতার ঘটনায় ইসরায়েলে ১২ জন মারা গেছেন। এর মধ্যে দুই শিশুও রয়েছে। এ ছাড়াও কমপক্ষে ৩০০ ইসরায়েলি আহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা