গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভের মুখে ৯ দিনের ছুটি ঘোষণা

মিরপুরের কালশীতে স্ট্যান্ডার্ড গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভের মুখে ৯ দিনের ছুটি ঘোষণা দিয়েছে।

আজ সোমবার (১০ মে)সকাল থেকে ১০ দিনের ছুটির দাবিতে মিরপুরের কালশী সড়কে অবস্থান নেয় কারখানাটির পোশাক শ্রমিকরা। বিক্ষোভ ও সড়ক অবরোধের মাধ্যমে তারা বাড়ি যাওয়ার যথাযথ বন্দোবস্তেরও দাবি জানায়।

শ্রমিকরা জনান, মালিকপক্ষ ৯ দিনের ছুটি দিয়েছেন, পরদিন শুক্রবার থাকায় মোট ১০ দিনের ছুটি পেয়েছি। আন্দোলনে কারখানায় ৪ ঘন্টার কাজ ব্যহত হয়েছে। ঈদের ছুটির পর একদিন এ ক্ষতি পুষিয়ে দেব।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ বলেন, দুপুর ১২টা পল্লবী থানার পুলিশ সদস্যরা শ্রমিকদের সরিয়ে দিলে দুপুর ২টার দিকে তারা পুনরায় গার্মেন্টসের সামনে জড়ো হন। পরিস্থিতি বিবেচনায় মালিকপক্ষের সঙ্গে বৈঠক করা হলে ছুটি মঞ্জুর করে কারখানা কর্তৃপক্ষ।